• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে যুবদল নেতা হত্যা : মা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ০০:২৬ পূর্বাহ্ণ
বরিশালে যুবদল নেতা হত্যা : মা-ছেলে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

যুবদল নেতা হত্যা : মা-ছেলে গ্রেপ্তার

বরিশাল

নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা (ডিবি) জেলার গৌরনদী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করেছে।

গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. ছগির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)।

সূত্রমতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগিরা।

এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।