• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৫, ১৬:৩৮ অপরাহ্ণ
বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় নামক এলাকার মোটরসাইকেল দূর্ঘটনায় অনিম সরদার (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত অনিম ওই এলাকার স্বপন সরদারের ছেলে।

আজ সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, রবিবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে মহাসড়কের সাউদের খালপাড় নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয় চালক অনিম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে অনিম সরদার মৃত্যুবরণ করেন। ###