• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৩:২৮ অপরাহ্ণ
বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের গৌরনদী থানাধীন বার্থী ইউনিয়নের কটকস্থল নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সকালে বরিশাল থেকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩ কটকস্থলের কাছাকাছি এসে একটি ব্যাটারি চালিত ভ্যান কে ধাক্কা দিলে ভ্যানের চালক মো: মজিবর মোল্লা ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো: মজিবর মোল্লাকে মৃত ঘোষণা করেন। লাবিবা পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে আছে। ড্রাইভার ও হেল্পার পলাতক আছে। সংবাদ পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।