বরিশালের গৌরনদী থানাধীন বার্থী ইউনিয়নের কটকস্থল নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সকালে বরিশাল থেকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩ কটকস্থলের কাছাকাছি এসে একটি ব্যাটারি চালিত ভ্যান কে ধাক্কা দিলে ভ্যানের চালক মো: মজিবর মোল্লা ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো: মজিবর মোল্লাকে মৃত ঘোষণা করেন। লাবিবা পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে আছে। ড্রাইভার ও হেল্পার পলাতক আছে। সংবাদ পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।