• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র শিরিনের মামলায় সাংবাদিক শাহিনের জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১৩:৫৯ অপরাহ্ণ
বিএনপি’র শিরিনের মামলায় সাংবাদিক শাহিনের জামিন
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি’র শিরিনের মামলায় সাংবাদিক শাহিনের জামিন
নিজস্ব প্রতিবেদক
পদ-পদবী স্থগিত থাকা বিএনপির সাবেক এমপি বিলকিস জাহান শিরিনের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। গতকাল সোমবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক তাকে এই জামিন দেন। এসময় মামলার বাদী বিলকিস জাহান শিরিন অবশ্য আদালতে অনুপস্থিত ছিলেন।
জনগনের ব্যবহারের পুকুর অনুমতি ছাড়াই ভরাট করে দখলের ঘটনায় গত বছরের ১১ আগষ্ট বিলকিস জাহান শিরিন সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। ওই সংবাদ প্রকাশের প্রায় একবছর পর চলতি বছরের ৩ জুলাই সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে আদালতে একটি মানহানীর মামলা দায়ের করেন শিরিন। নির্ধারিত তারিখে গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে তাকে জামিন প্রদান করেন বিচারক। আদালতে বিলকিস জাহান শিরিনের পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাড. মাজাহারুল ইসলাম জাহান।
আকতার ফারুক শাহিনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবি মানবেন্দ্র বটব্যাল, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. মজিবর রহমান নান্টু, বরিশাল জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা অ্যাড. মহসিন মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. আলী হায়দার বাবুল, অ্যাড, হিরন কুমার দাস মিঠু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুল, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তসলিমউদ্দিন, বিএনপি নেতা অ্যাড. আতাহারুল ইসলাম চৌধুরী বাবুল, আইনজীবি ও দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মু. শাহ আলম, সহকারী পাবলিক প্রসিকিউটর ফাহিমা আকতার, দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক আইনজীবি এস এম রফিক, আইনজীবি মাহবুব হোসেন সেন্টু, আইনজীবি মারিফ বাপ্পি, আইনজীবি মিজানুর রহমান,আইনজীবি নিতাই চন্দ্র এবং আইনজীবি শুভাশিষ ঘোষসহ প্রায় অর্ধশত আইনজীবি।
প্রসঙ্গতঃ সরকারের যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া জনগনের ব্যবহারের পুকুর দখলের উদ্দেশ্যে ভরাটের ওই ঘটনায় সংবাদ প্রকাশের পর বিলকিস জাহান শিরিনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদসহ বিএনপি’র সকল পদ-পদবী স্থগিত করে কেন্দ্র। একইসাথে দলে সকল কর্মকান্ডে তার অংশগ্রহন নিষিদ্ধ করে বিএনপি। গত একবছরেরও বেশী সময় ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। ##