বরিশাল থেকে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল। রোববার রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
তৌহিদ আফ্রিদি বেসরকারী মাইটিভি’র চেয়ারম্যান কারান্তরীন নাসিরউদ্দিন সাথীর ছেলে।
পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তৌহিদ আফ্রিদির অবস্থান চিহিৃত করে ঢাকা সিআইডি পুলিশ। পরে তারা বরিশাল মহানগর পুলিশের সহায়তায় নগরী থেকে গ্রেপ্তার করেছে। পরে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের থানা পুলিশের সহায়তা ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল নগরীর বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে গ্রেপ্তার করেছে। পরে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ঢাকা চলে গেছে।##