• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমার দেশ সম্পাদকের মায়ের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
আমার দেশ সম্পাদকের মায়ের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া-মিলাদ
সংবাদটি শেয়ার করুন....

আমার দেশ সম্পাদকের মায়ের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া-মিলাদ

বরিশাল বাণী নিউজ: দৈনিক আমার দেশ‘র মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ জোহর নগরীর কলেজ রো এলাকার আব্দুল কাদের জামে মসজিদে এ দেয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দৈনিক আমার দেশ বরিশাল অফিস ও পাঠক মেলার উদ্যোগে আয়োজিত দোয়া-মোনাজাত ও মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন উপস্থিত মিুসল্লীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল পাঠক মেলার আহবায়ক ও বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো : খালিদ সাইফুল্লাহ, আমার দেশ বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ, আমার দেশ পাঠক মেলার সদস্য সচিব আলহাজ্ব রাজু আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ সুখেন্দু এদবর, বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও বরিশালের খবরের সম্পাদক এম.সালাউদ্দীন, বরিশালের কথা’র যুগ্ম সম্পাদক মো : এনায়েত হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আব্দুল কুদ্দুস।
পরে মসজিদের মুসল্লীদের মাঝে তাবারক বিতরণ করা হয়