বরিশালের কীর্তনখোলা নদীতে অজ্ঞাতনামা ০১ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড
আজ ২৮ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বরিশাল জেলার সদর উপজেলাধীন কীর্তনখোলা নদীতে অজ্ঞাতনামা ০১ জনের মৃতদেহ ভেসে আসে। উক্ত বিষয়টি স্থানীয় জনগণ কর্তৃক কোস্ট গার্ডকে অবগত করলে তৎক্ষণাৎ বিসিজি স্টেশন বরিশাল হতে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে এবং ৩ টা ২০ মিনিটে ১ জন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (আনুমানিক ৫৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল সদর নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
দেশের উপকূলীয় অঞ্চলে যে কোন জরুরি প্রয়োজনে সহায়তা প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।