স্পিডবোডে এসে পাহারাদারদের বেঁধে আট দোকানে ডাকাতি
বরিশাল
নদীপথে স্পিডবোডে এসে ধারালো অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের বেঁধে আট দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে।
বুধবার সকালে ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানিয়েছেন, নদী পথে একটি স্পিডবোড নিয়ে ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে প্রবেশ করে।
বাজারে ঢুকেই প্রথমে অস্ত্রের মুখে পাহারাদার পলাশ ও আয়নাল হককে জিম্মি করে বেঁধে ফেলে।
পরবর্তীতে বাজারের আটটি দোকানের তালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাত দল তিনটি স্বর্নের দোকান থেকে স্বর্নালংকার, একটি বেকারী থেকে নগদ ৪৫ হাজার টাকা, দুইটি মোবাইলের দোকান থেকে নগদ প্রায় সাত লাখ ও দুইটি মুদি দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়েছে।
বেকারীতে প্রবেশের সময় বেকারী শ্রমিকরা বাঁধা দিলে তাদেরকে অস্ত্রেরে মুখে জিম্মি করে রাখা হয়। এমনকি বাজারের সিসি ক্যামেরা ভেঙে ফেলে ডাকাতদল।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবরপেয়ে রাতে এবং সকালে দুইদফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি উল্লেখ করেন