• ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে গণধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১৬:৪২ অপরাহ্ণ
বরিশালে গণধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে গণধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ

বরিশাল ব্যুরো: গণ ধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ বরিশালঃ বরিশালে এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনের ফাসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে ৩ জন আসামী উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামী রোকন খান পলাতক রয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মোঃ আজিবুব রহমান জানান, ২০১৬ সালের নভেম্বর মাসের ১০ তারিখে নগরীর রুপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে জোর পূর্বক গণ ধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে আদালত সকল সাক্ষ্য প্রমান শেষে আজ অভিযুক্ত ৪ জনকেই ফাঁসির আদেশ দেন। রায় ঘোষনার সময় আদালতে ৩ জন উপস্থিত ছিলেন।