চাঁদা না দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, বরিশাল
রাতের আধাঁরে নদীতে মাছ শিকার করে দুই যুবক মাছ বিক্রির টাকা ভাগ করছিলেন। এসময় স্থানীয় চিহ্নিত কতিপয় যুবক সরকারের নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরায় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে অর্ধেক টাকা চাঁদা দাবি করেন।
কিন্তু তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় পিটিয়ে শরিফ তরফদার (২৪) নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত যুবক শরিফ তরফদার জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের হানিফ তরফদারের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন বলেন, আমি ও শরিফ শনিবার রাতে নদীতে মাছ শিকার করে তীরে এসে মাছ বিক্রি করি। পরবর্তীতে রাত সাড়ে আটটার দিকে মাছ বিক্রির টাকা আমরা দুইজনে ভাগ করছিলাম। এ সময় স্থানীয় বাবুল আকন, রাজিব পাটোয়ারী, সাইফুল মাঝি, আলামিন মাঝি, মনির রাঢ়ী, নাগর হোসেনসহ অন্যান্যরা আমদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা আমাদের কাছে মাছ বিক্রির অর্ধেক টাকা চাঁদা দাবি করে।
এসময় আমরা দাবিকৃত চাঁদার টাকা দিতে না চাওয়ায় উল্লেখিতরা অর্তকিতভাবে আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের লাঠির আঘাত গিয়ে শরিফ তরফদারের মাথায় পরে। এতে সে (শরিফ) অজ্ঞান হয়ে পরলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
সোহাগ হোসেন আরও বলেন, গুরুত্বর আহতাবস্থায় শরিফকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে মুমূর্ষ অবস্থার রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।