• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া খাটের ওপর পড়েছিল রাজমিস্ত্রির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১৪:৫৩ অপরাহ্ণ
বানারীপাড়া খাটের ওপর পড়েছিল রাজমিস্ত্রির মরদেহ
সংবাদটি শেয়ার করুন....

খাটের ওপর পড়েছিল রাজমিস্ত্রির মরদেহ

বরিশাল :

তালাবদ্ধ ভাড়াটিয়া বাসা থেকে রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে।

এর আগে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের ভাড়া বাসার বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ও ভিতর থেকে বন্ধ দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজমিস্ত্রি রাজ্জাক হাওলাদার উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামের বাসিন্দা।

তিনি বানারীপাড়ার সদর ইউনিযনের মাছরং গ্রামে মৃত খালেক আকনের একতলা বিল্ডিংয়ে একা ভাড়ায় থাকতেন।

উজিরপুরে গ্রামের বাড়িতে তার স্ত্রী ও তিন মেয়ে বসবাস করেন। মাঝে মাঝে তারা বানারীপাড়ায় তার কাছে বেড়াতে আসতেন।

পুলিশ জানায় দুদিন ধরে ভাড়াটিয়া রাজমিস্ত্রি রাজ্জাক হাওলাদারকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ২৭ আগস্ট রাতে তারা বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙ্গে খাটের ওপর বিছানায় মৃত অবস্থায় রাজ্জাক হাওলাদারকে দেখতে পায়।

তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একতলা ওই বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ও পরে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেন।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, মরদেহে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তারপরেও মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে