• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন বানারীপাড়া-উজিরপুর থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে বিভাগের নেতৃবৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৫, ১৭:০৬ অপরাহ্ণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন বানারীপাড়া-উজিরপুর থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে বিভাগের নেতৃবৃন্দরা।
সংবাদটি শেয়ার করুন....

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন বানারীপাড়া-উজিরপুর থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে বিভাগের নেতৃবৃন্দরা।

বিভাগীয় কৃষকদল নেতৃবৃন্দের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশার প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টুর নেতৃত্বে বরিশাল বিভাগীয় কৃষকদল আজ ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন সংগ্রামে সেন্টুর নেতৃত্বে সকল বিভাগ, জেলা ও উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা ত্যাগ শিকার করেছেন। আমরা বরিশাল বিভাগ থেকে কৃষকদলের লায়ন আক্তার সেন্টুর মনোনয়ন দাবি করছি। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে মনোনয়ন চেয়ে জোর দাবি জানান।

তারা জানান, ২০১৮ সালের নির্বাচনে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক লায়ন আক্তার সেন্টু মনোনয়ন দাবি করলেও তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষকদলের বরগুনা জেলা সভাপতি মাসুদুর রহমান মানসুর, কৃষকদলের পিরোজপুর জেলা সভাপতি নাছির আহমেদ বাচ্চু, পটুয়াখালীর আহবায়ক মনিরুজ্জান টিটু, ভোলা জেলা সভাপতি আব্দুর রহমান সেন্টু, ঝালকাঠি জেলা সভাপতি তদবির হোসেন জসীম সহ নেতৃবৃন্দরা ছিলেন।