বরিশালে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন।
স্টাফ রিপোর্টার:বরিশালের ৫ টি উপজেলার ৪০ জন উদ্যোক্তাদের ৫ দিন ব্যাপী উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।আজ বিকেলে কাশিপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৪০ মহিলা সদস্য বিভিন্ন আইজিএতে ঋণ গ্রহণের মাধ্যমে সাবলম্বী হয়। জেলা প্রশাসক দেলোয়ার হোসেন তার বক্তব্যে মহিলাদের নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। তিনি উদ্যোক্তা 40 জন সদস্যদের সবাইকে নিজের পায়ে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানান এবং সরকারি ঋণ গ্রহণ করার জন্য বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্তৃক বাস্তবায়নাধীন ইরেসপো প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া ,গৌরনদী ,বাবুগঞ্জ মুলাদী ও ঝালকাঠি জেলার ৪০ জন সদস্যদের এই প্রশিক্ষণ ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিআরডিবি উপ-পরিচালক হান্নান মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মৎস্য জেলা কর্মকর্তা পলাশ কান্তি ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী সহ প্রকল্পের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য প্রশিক্ষণার্থীরা আগামী পাঁচ দিন দক্ষতা উন্নয়নের উপরে প্রশিক্ষণ নিবেন।