• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ারেন্টভুক্ত আসামি অমিকে সদস্যসচিব করে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
ওয়ারেন্টভুক্ত আসামি অমিকে সদস্যসচিব করে কমিটি গঠন
সংবাদটি শেয়ার করুন....

ওয়ারেন্টভুক্ত আসামি অমিকে সদস্যসচিব করে কমিটি গঠন

চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি মীর মোশারেফ অমিকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে ‘আমরা ভোলাবাসী’র কমিটি। সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে অমির মতো একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে রাখা নিয়ে ভোলাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।

গত ৩ মে শনিবার অমিকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
জানা গেছে, অমি মীর সিটি নামে একটি কোম্পানির পরিচয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জানান, মীর সিটি নামের কোম্পানির অফিসে তারা প্রেসার দেয়ার পর উত্তরা থেকে মোহাম্মদপুর অফিস স্থানান্তর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোলার এক সচেতন নাগরিক জানান, অমি আওয়ামী লীগের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে সামাজিক কার্যক্রম পরিচালনার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এখন ভোলা সদরে বাড়ি এক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা তাকে শেল্টার দিচ্ছে।

আমরা ভোলাবাসী সংগঠনের সদস্যসচিব হওয়ার পর এসব আলোচনা এখন ভোলার সব জায়গায়। শনিবার আগামীর ভোলার এক বিজ্ঞপ্তিতে সদস্যসচিব অমির নাম কিংবা স্বাক্ষর ছিল না। জানা গেছে, অমিকে শীঘ্রই সদস্যসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে ভোলা জেলা বিএনপি ও ‘আমরা ভোলাবাসী’ কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, মীর অমি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এই বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে কোন ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করবেন বলেও জানান এই কর্মকর্তা।