• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের বাবুগঞ্জ খাঁচা থেকে হরিণ উধাও : থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১৩:৫৮ অপরাহ্ণ
বরিশালের বাবুগঞ্জ খাঁচা থেকে হরিণ উধাও : থানায় অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বাবুগঞ্জ
খাঁচা থেকে হরিণ উধাও : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দুর্গা সাগরের পাড় থেকে খাঁচাবন্দি একটি হরিণ নিখোঁজ হয়েছে। খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ার ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় দুর্গা সাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ৫ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান বলেন, খবর পেয়ে বরিশাল জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, হরিন গায়েব হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তিনিও খতিয়ে দেখছেন।